ফুলভরা গুলবাগে ঐ গাহে বুলবুল (ful bhora gulbage oi gahe bulbul)
ফুলভরা গুলবাগে ঐ গাহে বুলবুল।
গানে জাগে হিল্লোল, প্রাণে জাগে হিন্দোল –
মনের মাধবী বনে জাগিল মুকুল॥
হিয়ায় গোপন রাগে
রঙিন স্বপন জাগে,
ঢলঢল অনুরাগে আঁখি ঢুলঢুল॥
ঝলমল ঝলমল রূপ ও রসে,
অধীর হিয়া অথির, রহে না বশে।
পাপিয়ার কলগানে
কোকিলের কুহুতানে,
যৌবনের মৌবনে দিল্ হল মশগুল॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২৫৬০। রাগ: বাহার। তাল: একতাল। পৃষ্ঠা: ৭৮৬]