কলগাড়ি যায় ভোঁসর ভোঁসর হাওয়া গাড়ি খুচুর খুচ (kolgari jay vonshor vonshor hawa gari khuchur khuch)

‘গাড়োয়ানী উল্লাস’
কলগাড়ি যায় ভোঁসর ভোঁসর হাওয়া গাড়ি খুচুর খুচ
খ্যাকরা গাড়ি খসড় ফসড় ঝড়াং ঝাড়াং ঘুচুর ঘুচ॥
চলো সই চলো সই ঘুঁটে কুড়ুতে
না লো সই না লো সই মাথা ধরেছে
ঐ পাড়ার ঐ খালভারারা টাকা বাজাচ্ছে
গিজতা গিজাং গিজতা গিজাং জাক্‌ জাক্‌ জাঘির ঘিনা
জারা ঘিনিতা ঘিসাক দুম খিসাক্‌ দুম খিসাক্‌ দুম্‌।
গরুর গাড়ি ক্যাঁচোর কোঁচর সাইকেল যায় শিরিং সাঁই
ইচিং বিচিং জামাই কিচিং কুল কুচ দেয় পচুর পুচ॥
উর্‌র বরের মা বরের মা পান দে লো খাই
তোর টিপসে মাজার বালাই যাই
জলকে যাবি না দেখতে পাবি না
গে গরুর গা ধুইয়ে ল্যাজ শুদ্ধু
খা তোর নানার হুঁকো লইচে সমেত।
উর্‌র ভোঁ কিৎ কিৎ বকর জাগ্‌ জাগ্‌ জাগির ঘিনা
ল্যাংড়া চলে হ্যাঁকোচ প্যাঁকোচ ধুনুরি যায় ধাপুর ধাই
ডোমনী চলে নিচিক পিচিক চীনে চলে ফুচুং ফুচ॥
উর্‌র্‌ ও বাবা টোকা ডু-ডুম ও দাদা কুলে ডু-ডুম
ও দাদা ডু-ডুম ডু-ডম
গাই নাই তোর বলদ দুইয়ে দে
বিন্দে পালাচ্ছে গোবিন্দ পালাচ্ছে।
ল্যাজ ঠেসে ধর বক দেখেছ?
বকের মাথায় ভালুক নাচে তা দেখেছ?
দেখবি নাকি? মজা দেখবি নাকি?
কুকুর ছা বিড়াল ছা কুকুর ছা বিড়াল ছা মিয়াও মিয়াও ফ্যচ্‌॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১৯৩২ খ্রিষ্টাব্দের জুন (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৩৯ বঙ্গাব্দ) মাসে  টুইন রেকর্ড কোম্পানি থেকে গানটি প্রথম প্রকাশিত হয়। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ১ মাস।
     
  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২২৭৯। পৃষ্ঠা: ৭২৭।
  • রেকর্ড:
    • টুইন [১৯৩২ খ্রিষ্টাব্দের ১২ ফেব্রুয়ারি টুইন রেকর্ড কোম্পানির সাথে নজরুলের চুক্তিপত্র ]
    • টুইন [জুন ১৯৩২ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৩৯)। এফটি ২০২৮। শিল্পী: প্রফে. জি দাস। টাইটেল গাড়োয়ান উল্লাস]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।