বঁধু জাগাইলে এ কোন্‌ পরম সুন্দরের তৃষা (bodhu jagaile e kon porom)

(বঁধু) জাগাইলে এ কোন্‌ পরম সুন্দরের তৃষা।
(মোর) হাসিয়া দিন যায় পোহায় জাগরণে নিশা॥
এ ভীরু ফুলকলি জাগাও বঁধু
তোমার বুকে ছিল এ মধু
আমি পরম আনন্দ চাই দিও না মিলনে বেদনা মিশা॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। 
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইন্সটিটিউট, মাঘ, ১৪১৭/ফেব্রুয়ারি, ২০১৪)। গান সংখ্যা ২০৪১। পৃষ্ঠা: ৬১৫।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।