বঁধু মিটিল না সাধ ভালোবাসিয়া তোমায় (bodhu mitilo na sadh bhalobasiya)

বঁধু মিটিল না সাধ ভালোবাসিয়া তোমায়।
তাই আবার বাসিতে ভাল আসিব ধরায়॥
আবার বিরহে তব কাঁদিব
আবার প্রণয়-ডোরে বাঁধিব,
শুধু নিমেষেরি তরে আঁখি দুটি ভ’রে –
তোমারে হেরিয়া ঝ’রে যাব অবেলায়॥
যে গোধূলি-লগ্নে নববধু হয় নারী,
সেই গোধূলি-লগ্নে বঁধু দিল আমারে গেরুয়া শাড়ি।
বঁধু আমার বিরহ তব গানে
সুর হয়ে কাঁদে প্রাণে প্রাণে,
আমি নিজে নাহি ধরা দিয়ে –
সকলের প্রেম নিয়ে দিনু তব পায়॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৬০৫। পৃষ্ঠা: ৪৮০]

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।