বঁধু সেদিন নাহিক আর (bodhu sedin nahik ar)

বঁধু সেদিন নাহিক আর।
যবে রাধার বিহনে আঁধার দেখিতে ত্রিভুবন সংসার॥
তার বেশের লাগিয়া দেশের ফুল যে আনিতে চয়ন করি।
নিতি বেশের লাগিয়া দেশের ফুল যে আনিতে চয়ন করি।
নিতি গোকুলের পথে, বনে, যমুনাতে বাঁমরি বাজাতে হরি।
(‘রাধা, রাধা’ বলে ডাকিতে কতই ছলে হে রাধা ব’লে,
(আমরা সবই জানি, তোমার গুণের কথা সবই জানি সখা হে)
আজ শত সে চন্দ্রাবলী নিয়ে কর ঢলাঢলি
কত অলি-গিলি ফের শ্যাম,
তাই যমুনার জলে লাজে ডুবিয়া মরেছে সখা,
যে বাঁশিতে নিতে রাধা নাম (সখা হে)
তুমি বলেছিলে হরি;
তুমি নীল তনু হ’লে স্মরিয়া রাধার নীলাম্বরী।
আজ গেছ ভুলে, সে সব কথা গেছে ভুলে,
অনেকের আছে অনেক যে নাথ, জানে এই সংসার
তোমা বিনা আর কেহ নাই সখা অভাগিনী রাধিকার॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের অক্টোবর মাসে (আশ্বিন-কার্তিক ১৩৪২) এইচএমভি গানটির রেকর্ড করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর ৪ মাস।
     
  • গ্রন্থ:  নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ২০৪২। পৃষ্ঠা ৬১৫]
  • রেকর্ড: টুইন [অক্টোবর ১৯৩৫ (আশ্বিন-কার্তিক ১৩৪২)। এফটি ৪১০৩। শিল্পী নারায়ণ দাস বসু।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।