বকুল চাঁপার বনে কে মোর চাঁদের স্বপন জাগালে (bokul chapar bone ke mor)

  রাগ: মাঢ়, তাল: কাহার্‌বা
বকুল চাঁপার বনে কে মোর চাঁদের স্বপন জাগালে 

অনুরাগের সোনার রঙে হৃদয়-গগন রাঙালে॥
ঘুমিয়ে ছিলাম কুমুদ-কুঁড়ি বিজন ঝিলের নীল জলে
পূর্ণ শশী তুমি আসি' আমার সে ঘুম ভাঙালে॥
হে মায়াবী তোমার ছোঁয়ায় সুন্দর আজ আমার তনু
তোমার মায়া রচিল মোর বাদল মেঘে ইন্দ্র ধনু।
            তোমার টানে হে দরদি
            দোল খেয়ে যায় কাঁদন-নদী
কূল হারা মোর ভালোবাসা আজকে কূলে লাগালে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। 'গুলবাগিচা ' গীতি-সংকলনের প্রথম সংস্করণে [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩]  গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১ মাস।
     
  • গ্রন্থ:
    • গুলবাগিচা
      • প্রথম সংস্করণ [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩। মাঢ়-লাউনী। গুল-বাগিচা-৩। পৃষ্ঠা: ৪]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১।  গুল-বাগিচা। গান সংখ্যা ৩। মাঢ়-লাউনী। পৃষ্ঠা ২২৬-২২৭]
  • রেকর্ড: মেগাফোন [জুলাই ১৯৩৪ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪১)। । জেএনজি ১২৫। শিল্পী: শ্রীমতি তারা।] [শ্রবণ নমুনা]
  • স্বরলিপিকার ও স্বরলিপি: সুধীন দাশ।  [নজরুল-সঙ্গীত স্বরলিপি, ত্রয়োদশ খণ্ড। প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট । জ্যৈষ্ঠ ১৪০১/মে ১৯৯৪। ২০ সংখ্যক গান] [নমুনা]
  • সুরকার: কাজী নজরুল ইসলাম
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম ও প্রকৃতি
    • সুরাঙ্গ: গজল

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।