বকুল ডালে দোলনা (bokul dale dolna)

বকুল-ডালে দোল্‌না আমার দোলেরে পূব-হাওয়াতে।
প্রেম-ঘন কৃষ্ণ-চোখের সতৃষ্ণ চাওয়াতে।
বৃষ্টির যুঁই-ফুল বনমালা হ'তে কার,
আমার চোখে-মুখে ঝ'রে পড়ে অনিবার।
মুখর হ'ল আষাঢ়-গগন তারি আসা-যাওয়াতে।
সে আঁজ্‌লা ভ'রে কাজ্‌লা-মেঘের মধু ছড়ায় ভুবনে
তার বাদল-ঘন রূপের আদল ঘনাল আমার নয়নে।
মেঘে-আঁধারে-মাখা অবেলার বাদলে
চটুল নৃত্যের তাল হানে মাদলে
কাজ ভুলাল, লাজ ভুলাল, আজ কাজরী গাওয়াতে।

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় নি। ১৯৪১ খ্রিষ্টাব্দের জুন মাসে (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪৮), মেগাফোন রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪২ বৎসর ১ মাস।
     
  • গ্রন্থ:
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। ২৮৩ সংখ্যক গান। পৃষ্ঠা ৮৮]
    • মেগাফোন রেকর্ড। জুন ১৯৪১ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪৮)। কথা ও সুর: নজরুল ইসলাম। জেএনজি ৫৫৬০। শিল্পী: অনিতা রায়। পৃষ্ঠা: ৫। [নমুনা]
       
  • রেকর্ড:
    • মেগাফোন। [জুন ১৯৪১ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪৮)। জেএনজি ৫৫৬০। শিল্পী: কুমারী অনিতা রায়। কথা ও সুর। কাজী নজরুল ইসলাম। কাজরী।
       
  • পর্যায়
    • বিষয়াঙ্গ: প্রেম (বিরহ)
    • সুরাঙ্গ: কাজরি

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।