বজ্র আলোকে মৃত্যুর সাথে হবে (bojro aloke mrittur sathe hobe)

বজ্র আলোকে মৃত্যুর সাথে হবে নব পরিচয়, জয় জীবনের জয়।
শক্তিহীনের বক্ষে জাগাবো শক্তির বিস্ময়, জয় জীবনের জয়॥
                ডঙ্কা বাজায়ে শঙ্কা-হরণে
                আনিব সমরে অমর মরণে,
কণ্টক-ক্ষত নগ্ন চরণে দলিব মৃত্যু-ভয়, জয় জীবনের জয়॥
অরণ্য গিরি-পর্বত রচিব রক্ত-পথ
সেই পথ ধ'রে ভবিষ্যতের আসিবে বিজয়-রথ।
                আমাদের শত শব-চিন ধরি'
                আসিবে শক্তি প্রলয়ঙ্করী
আসিবে মোদের রক্ত সাঁতারী নবীন অভ্যুদয়, জয় জীবনের জয়॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।  ১৩৩৭ বঙ্গাব্দের অগ্রহায়ণ  মাসে (নভেম্বর-ডিসেম্বর ১৯৩০) প্রকাশিত 'ঝিলিমিলি' নাট্যসংকলনের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। এই সংস্করণে প্রথম অন্তর্ভুক্ত হয়েছিল 'ভুতের ভ্য়'। তবে এই দ্বিতীয় সংস্করণটি কবে প্রকাশিত হয়েছিল, তা জানা যায় না।  
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ, [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। ২৩৩৪ সংখ্যক গান। পৃষ্ঠা: ৭০৭]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।