বন-দেবী এসো গহন-বন-ছায়ে। (bon-debi esho gohon-bon-chhaye)

পুরুষ:     বন-দেবী এসো গহন-বন-ছায়ে।
স্ত্রী:         এসো বসন্তের রাজা নূপুর-মুখর পায়ে॥
পুরুষ:     তুমি কুসুম-ফাঁদ
স্ত্রী:         তুমি মাধবী চাঁদ,
উভয়ে:     আমরা আবেশ ফাল্গুনের ভাসিয়া চলি স্বপন-নায়ে॥
পুরুষ:      কল্প-লোকের তুমি রূপবাণী লো প্রিয়া,
              অপাঙ্গে ফোটাও যুঁই চম্পা টগর মোতিয়া।
স্ত্রী:         নিষ্ঠুর পরশ তব (হায়) যাচিয়া জাগে বনভূমি
             ফুলদল পড়ে ঝরি' তব চারু পদ চুমি',
উভয়ে:    সুন্দরের পথ সাজাই ঝরা-কুসুম-দল বিছায়ে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৪ খ্রিষ্টাব্দের ১৩ জানুয়ারি (রবিবার ২৯ পৌষ ১৩৪১),  রেকর্ডে কোম্পানির সাথে নজরুলে একটি চুক্তি হয়। এই চুক্তিতে এই গানটি ছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৭  মাস।
     
  • রেক্র্ড: 
    • ১৯৩৫ খ্রিষ্টাব্দের ১  জানুয়ারি (রবিবার ২৯ পৌষ ১৩৪১) নজরলের সাথে রেকর্ড কোম্পানির চুক্তি হয়। এই চুক্তিতে এই গানটি ছিল। রেকর্ডে প্রকাশিত হয় নি। রেকর্ড নম্বর ছিল-  এন ৭৩৩৬। শিল্পী ধীরেন দাস ও হরিমতী]
    • এইচএমভি। ' বাসন্তিকা' নাটিকা। ফেব্রুয়ারি ১৯৩৫ (মাঘ-ফাল্গুন ১৩৪১)। এন ৭৩৩৬। শিল্পী বীণাপাণি।
  • বেতার: বাসন্তীকুঞ্জ [সঙ্গীতানুষ্ঠান] কলকাতা বেতার কেন্দ্র। [২৭শে এপ্রিল ১৯৪০ (শনিবার ১৪ বৈশাখ ১৩৪৭)] সান্ধ্য অনুষ্ঠান। ৭.১৫-৭.৪৪।
        [সূত্র: বেতার জগৎ। ১১শ বর্ষ, ৮ম সংখ্যা। [১৬ এপ্রিল ১৯৪০] পৃষ্ঠা: ৪৩৩

     
  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২]। গান সংখ্যা ১৫৭৫
    • বাসন্তিকা
      • অপ্রকাশিত নজরুল [১৯৮৯ খ্রিষ্টাব্দে আব্দুল আজিজ সম্পাদিত]
      • নজরুল রচনাবলী ষষ্ঠ খণ্ড [জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। বাসন্তিকা। তৃতীয় দৃশ্য। পঞ্চশর ও চৈতালীর গান। পৃষ্ঠা ৩৬১]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।