কাঁদিতে এসেছি আপনার ল'য়ে (kandite eshechhi aponar loye)

কাঁদিতে এসেছি আপনার ল'য়ে কাঁদাতে আসিনি হে প্রিয়, তোমারে।
এ মম আঁখি-জল আমারি নয়নের, ঝরিবে না এ জল তোমার দুয়ারে॥
                ভালো যদি বাসি একাকী বাসিব
                বিরহ-পাথারে একাকী ভাসিব,
কভু যদি ভুলে আসি তব কূলে, চমকি' চলিয়া যাব দূর পারে॥
                বাঁটার বনে মোর ক্ষণেকের তরে
                ফুটেছে রাঙা ফুল শুধু লীলা-ভরে,
                মালা হয়ে কবে দুলিবে গলে কা'র।
                জাগিব একাকী ল'য়ে স্মৃতি কাঁটার
                কেহ জানিবে না, শুকাল কে কোথা
                কা'র ফুলে কা'রে সাজালে দেবতা,
নিশীথ-অশ্রু মোর ঝরিবে বিরলে তব সুখ-দিনে হসির মাঝারে॥

১. মম আঁখি-বারি,
২. থাকুক আমারি,
৩. গলে

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৬ বঙ্গাব্দের অগ্রহায়ণ (ডিসেম্বর ১৯২৯) মাসে প্রকাশিত 'চোখের চাতক' সঙ্গীত-সংকলনে অন্তর্ভুক্ত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩০ বৎসর ৬ মাস।
  • গ্রন্থ
    • চোখের চাতক
      • প্রথম সংস্করণ [কার্তিক ১৩৩৬ বঙ্গাব্দ। গান ২। জয়জয়ন্তী-একতালা]
      • নজরুল-রচনাবলী, দ্বিতীয় খণ্ড [বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩। ফেব্রুয়ারি ২০০৭। চোখের চাতক। গান ২। জয়জয়ন্তী-একতালা। পৃষ্ঠা: ১৯৩-১‌৯৪]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।