বনদেবী জাগো সহকার-করে বাঁধো বল্লরী-কঙ্কণ

বনদেবী জাগো সহকার-করে বাঁধো বল্লরী-কঙ্কণ।
আকাশে জাগাও তব নব কিশলয়-কেতন-কম্পন॥
অশান্ত দক্ষিণা সমীরণ
গেয়ে যাক বসন্ত আবাহন,
বনে বনে হোক ফুল-আল্পনা-অঙ্কন॥
মধূপ গুঞ্জরে ঝিল্লীর মণি-মঞ্জিরে তোলো ঝংকার,
মুহু মুহু কুহু রবে আনো আনন্দিত ছন্দ ধরণীতে অলকানন্দার।
ঝরা পল্লব মর্মরে
মৃদু ঝরনার ঝর্ঝরে,
মুখরিত হোক তব বন-ভূমি-অঙ্গন॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার ২৬ অগ্রহায়ণ ১৩৪২) এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে নজরুলের গান রেকর্ডের বিষয় চুক্তি হয়েছিল। এই চুক্তিতে এই গানটি ছিল। পরে গানটি প্রকাশিত হয় নি। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৬ বৎসর ৬ মাস।
     
  • রেকর্ড:
    • এইচএমভি'র সাথে নজরুলে চুক্তি [১২ ডিসেম্বর ১৯৩৫  (বৃহস্পতিবার ২৬ অগ্রহায়ণ ১৩৪২)।
    • টুইন [১৯৩৫। শিল্পী: সুনীতি সরকার। রেকর্ডটি বাতিল হয়েছিল।]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।