বন্ধু আমার হারিয়ে গেছে অন্ধকারে,

রাগ : পিলু-ভৈরব, তাল : দাদ্‌রা

বন্ধু আমার হারিয়ে গেছে অন্ধকারে,
সেদিন হতে তাই বাঁশরী আর বাজেনা রে।
আজো বকুল ফোটে কুঞ্জে মম মধুমাসে

দুয়ার খুলে ভাবি মনে বঁধু আসে।
মোর আশার প্রদীপ যায় গো নিভে
            বারে বারে অন্ধকারে।
নয়নে মোর আসে না ঘুম চাঁদের হাসি দেখে,
আরেকটি চাঁদ হারিয়ে গেছে আমার ভুবন থেকে।
আজো বেলা-শেষে অশ্রুনদীর তীরে তীরে
কত যুগের আশা যেন কেঁদে মরে।
কবে মনের সাথী আসবে ফিরে
            মনের দ্বারে কুঞ্জ-দ্বারে।

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৫২ খ্রিষ্টাব্দের প্রথম থেকে নজরুল পুরোপুরি নির্বাক ও স্থবির হয়ে গিয়েছিলেন। এই সময় নজরুলের বয়স ছিল ৫২ বৎসর।
        [ নজরুলের ৫২ বৎসর অতিক্রান্ত বয়সের গানের তালিকা]
     
  • প্রকাশ ও গ্রন্থভুক্তি:
    • গ্রন্থ:
      • নজরুল-সঙ্গীত সংগ্রহ নেই। পাণ্ডুলিপি থেকে সংগৃহীত।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।