বয়ে যাই উতরোল অসীম সদূরে (boye jai utorol oshim sodure)

বয়ে যাই উতরোল অসীম সদূরে।
অজানার লাগি’ চলি অচিন সে পুরে॥
না জানি পথের কথা
উদাসী পথিক যথা
হয়েছে উদাস মন বাঁশির ঐ সুরে॥
কবে মোর হবে জয় – মম অভিসার
সফল হইবে সে মুখ, হেরি বঁধুয়ার
জানি না সে কোন্‌ দেশে
সে কোন্‌ পথের শেষে
মোর প্রিয় সনে হবে দেখা, আঁখি তাই ঝুরে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু যায় নি। ১৯৩৬ খ্রিষ্টাব্দের  ২৭ ফেব্রুয়ারি (বৃ্হস্পতিবার ১৪ ফাল্গুন ১৩৪২), জগৎঘটকের রচিত জীবনস্রোত গীতি-আলেখ্য, কলকাতা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়। এই নাটকে এ গানটি প্রথম ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর ৭ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ২১৯৬]
     
  • বেতার: জীবনস্রোত [গীতি-আলেখ্য।  রচনা জগৎঘটক। কলকাতা বেতার কেন্দ্র। বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ১৯৩৬। ১৪ ফাল্গুন ১৩৪২। সান্ধ্য অনুষ্ঠান: ৮.৩০-৯.১৪ মিনিট
    • সূত্র:
      • বেতার জগৎ। সপ্তম বর্ষ, ৪র্থ সংখ্যা। ১৬ ফেব্রুয়ারি. ১৯৩৬ ।পৃষ্ঠা ১৭২
      • The Inidian Listener font size.4.Vol I No 4, Page 232

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।