বরণ করেছি তারে সই বারণ ক’রো না (boron korechhi tare soi)

বরণ করেছি তারে সই বারণ ক’রো না
মরম সঁপেছি তারে নিতে মরণ যাতনা॥
গোপনে সঁপেছি মন
গোপনে করি যতন,
কাঁদে প্রাণ তারি তরে, মিলিতে বাসনা॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩২ খ্রিষ্টাব্দের মার্চ  (ফাল্গুন-চৈত্র ১৩৩৮) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩২ বৎসর ৯ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৫৮১। পৃষ্ঠা: ৪৭৪]
  • রেকর্ড: এইচএমভি [মার্চ ১৯৩২ (ফাল্গুন-চৈত্র ১৩৩৮ বঙ্গাব্দ)]।  পি ১১৭৪০। শিল্পী: আঙ্গুরবালা। শ্রেণি: দাদরা
  •  স্বরলিপি ও স্বরলিপিকার: আহসান মুর্শেদ  [নজরুল সঙ্গীত স্বরলিপি, একচল্লিশতম খণ্ড, অগ্রহায়ণ ১৪২৪] গান সংখ্যা ১৩। পৃষ্ঠা: ৬০-৬৫ [নমুনা]
  •  পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: ঠুমরি (দাদরা শ্রেণি)

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।