কার নিকুঞ্জে রাত কাটায়ে (kar nikunje rat kataye)

কার নিকুঞ্জে রাত কাটায়ে আস্‌লে প্রাতে পুষ্প-চোর।
ডাকছে পাখি, 'বৌ গো জাগো' আর ঘুমায়ো না, রাত্রি ভোর॥
যুঁই-কুঁড়িরা চোখ মেলে চায় চুম্‌কুড়ি দেয় মৌমাছি
শাপলা-বনে চাঁদ ডুবে যায় ম্লান চোখে হায় চায় চকোর॥
ঘোম্‌টা ঠেলি' কয় চামেলি গোল ক'রো না গুল্‌-ডাকাত,
ঢুলছে নয়ন, দুলছে গলায় বেল-টগরের ছিন্ন ডোর॥
গুন্‌গুনিয়ে মোর আঙিনায় কোন্ সতীনের গাইছ গুন্
কার মালঞ্চে ফুল ফোটায়ে হুল ফোটালে বক্ষে মোর॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। উল্লেখ্য, সওগাত পত্রিকার 'জ্যৈষ্ঠ ১৩৩৪ বঙ্গাব্দ' সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। ধারণা করা হয়, নজরুল এই গানটি রচনা করেছিলেন ১৩৩৪ বঙ্গাব্দের বৈশাখ মাসে। এই সূত্রে বলা যায়, এটি নজরুল ইসলামের ২৭ বৎসর অতিক্রান্ত বয়সের শেষাংশে রচিত গান।

    উল্লেখ্য, পত্রিকায় গানটির পাদটীকায় লেখা ছিল- 'উর্দু গজল 'নাজ্‌ ভি হোতা রহে হোতি রহে বেদাদ্‌ ভি'-এর সুর।
     
  • পত্রিকা: সওগাত। জ্যৈষ্ঠ ১৩৩৪ (মে-জুন-১৯২৭)
  • রেকর্ড: এইচএমভি। আগষ্ট ১৯৩২ (শ্রাবণ-ভাদ্র ১৩৩৯)। শিল্পী: মিস হরিমতী। এন. ৭০১৪।  [শ্রবণ নমুনা]
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার: সুধীন দাশ ও ব্রহ্মমোহন ঠাকুর। [নজরুল-সঙ্গীত স্বরলিপি, একাদশ খণ্ড (নজরুল ইনস্টিটিউট জুন ১৯৯৭)] ষষ্ঠ গান  [নমুনা]
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: গজল
    • রাগ: গারা-ভৈরবী
    • তাল: কাহারবা
    • গ্রহস্বর: র্সা।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।