বরষা মে বাজে সখিরী উয়ো শুন (borosha me baje sokhiri uyo shun)

বরষা মে বাজে সখিরী উয়ো শুন।
মোরে শাওল কী বীছুয়া কী ধুন॥
চঞ্চল চপল বিজলি চমকে
উনকে হাসি দেখায়ে আজ ঘনশ্যাম আয়ে।
জুই কে লগী ফুল সে উনকে দেহকী সুগন্ধী আই,
শ্যামকে গলেকী বনমালা সখী কদমকে ডার পাই।
বাদর গরজে নহী সখী ওরী
শ্যাম শ্রীহংস আকাশ ছোড়ী,
বায়ু পুরবৈয়া মে স্যখিরী বাঁশরি শুনায়ে ধুন॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। 
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ, [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২৪৭৮ গান। পৃষ্ঠা: ৭৬৫।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।