বর্ণচোরা ঠাকুর এলো রসের নদীয়ায় (bornochora thakur elo rosher nodiay)

বর্ণচোরা ঠাকুর এলো রসের নদীয়ায়
          তোরা দেখ্‌বি যদি আয়
তারে    কেউ বলে শ্রীমতী রাধা কেউ বলে সে শ্যামরায়॥
          কেউ বলে তার সোনার অঙ্গে রাধা-কৃষ্ণ খেলেন রঙ্গে ;
ওগো    কেউ বলে তায় গৌর-হরি কেউ অবতার বলে তায়॥
তার     ভক্ত তারে ষড়ভুজ শ্রী নারায়ণ বলে,
কেউ    দেখেছে শ্রীবাসের ঘরে কেউ বা নীলাচলে।
          দুই হাতে তার ধনুর্বাণ ঠিক যেন শ্রীরাম,
          দুই হাতে তার মোহন বাঁশি যেন রাধা-শ্যাম,
          আর দু'হাতে দণ্ড ঝুলি নবীন সন্ন্যাসীরই প্রায়॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের ডিসেম্বর (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৪) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ৬ মাস।
     
  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর ১৯৭ সংখ্যক গান। পৃষ্ঠা: ৬২।
    • একশো গানের নজরুল স্বরলিপি, একাদশ খণ্ড, (হরফ প্রকাশনী, পৌষ ১৪০৬। জানুয়ারি ২০০০) -এর ১৮ সংখ্যক গান (সুরান্তর)। পৃষ্ঠা: ৪৫-৪৮।
    • নজরুল সুরলিপি, দশম খণ্ড, (নজরুল একাডেমী, ডিসেম্বর ১৯৮৬) -এর ৩য় গান। পৃষ্ঠা: ৬-৯।
    • নজরুল-সুর-সঞ্চয়ন (২য় খণ্ড) -বল রে জবা বল (ডি.এম.লাইব্রেরী, শ্রাবণ ১৩৮৩ বঙ্গাব্দ) -এর ২৫ সংখ্যক গান। পৃষ্ঠা: ৯০-৯৪।
    • নজরুল গীতি, অখণ্ড (আব্দুল আজীজ আল-আমান, সম্পাদিত)। [হরফ প্রকাশনী, মাঘ ১৪১০। জানুয়ারি ২০০৪]। ভক্তিগীতি। গান-১৬১৮। পৃষ্ঠা: ৪২৪।
  • রেকর্ড:
    • এইচএমভি [ডিসেম্বর ১৯৩৭  (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৪) নং- এন. ১৭০০৩.। শিল্পী: লতিকা মিত্র। সুর: সত্যেন চক্রবর্তী।
    • কলম্বিয়া [জানুয়ারি ১৯৫০ (পৌষ-মাঘ ১৩৫৬)। রেকর্ড নং- জি.ই. ৭৬২৯.। শিল্পী: উত্তরা দেবী। সুর: নিতাই ঘটক।]
       
  • বেতার: শ্রীশ্রী চৈতন্য-লীলা কীর্তন। [৫ মার্চ ১৯৩৯ (রবিবার ২১ ফাল্গুন ১৩৪৫)]
    • সূত্র
      • বেতার জগৎ। ১০ম বর্ষ ৫ম সংখ্যা পৃষ্ঠা: ১৭৯
      • The Indian-listener  Vol IV, No.5.  p. 357
  • সুরকার:
    • কাজী নজরুল ইসলাম। [নজরুল-সুর-সঞ্চয়ন (২য় খণ্ড) -বল রে জবা বল (ডি.এম.লাইব্রেরী, শ্রাবণ ১৩৮৩ বঙ্গাব্দ) -এর ২৫ সংখ্যক গান। পৃষ্ঠা: ৯০-৯৪।]
    • সত্যেন চক্রবর্তী। [এইচ.এম.ভি., এন. ১৭০০৩.। শিল্পী-লতিকা মিত্র।]
    • নিতাই ঘটক। [কলম্বিয়া. জি.ই. ৭৬২৯.। শিল্পী-উত্তরা দেবী।]
       
  • স্বরলিপিকার :
    • ড. ব্রহ্মমোহন ঠাকুর। [একশো গানের নজরুল স্বরলিপি, একাদশ খণ্ড, (হরফ প্রকাশনী, পৌষ ১৪০৬। জানুয়ারি ২০০০) -এর ১৮ সংখ্যক গান (সুরান্তর)। পৃষ্ঠা: ৪৫-৪৮।]
    • রশিদুন নবী। [নজরুল সুরলিপি, দশম খণ্ড, (নজরুল একাডেমী, ডিসেম্বর ১৯৮৬) -এর ৩য় গান। পৃষ্ঠা: ৬-৯।]
    • ড. রশিদুন্ নবী। নজরুল -সংগীত স্বরলিপি। নজরুল ইন্সটিটিউট। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪২৩/জুন ২০১৬। গান সংখ্যা ১৮। পৃষ্ঠা: ৩১-৩৬ [নমুনা]
    • আহসান মুর্শেদ [নজরুল সঙ্গীত স্বরলিপি, চুয়ান্নতম খণ্ড, কবি নজরুল ইন্সটিটিউট, আশ্বিন ১৪২৮। সেপ্টেম্বর ২০২১] গান সংখ্যা ১২। পৃষ্ঠা: ৬২-৬৪ [নমুনা]
       
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি (সনাতন হিন্দু, বৈষ্ণব)
    • সুরাঙ্গ: ভজন
    • তাল: দাদরা
    • গ্রহস্বর:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।