বল, বল, বল ওস্তাদ, ইহার কি উপায় হইবে? (bol bol bol ostaad, ihar ki upay hoibe)

বল, বল, বল ওস্তাদ, ইহার কি উপায় হইবে?
কি রূপেতে পাবে মুক্তি, কে ইহার প্রাণ বাঁচাবে?
            কিসে মন্ত্রীনন্দন, পাবে প্রাণদান,
            বল ওস্তাদ তাহার সন্ধান,
কিংবা সে, হয়ে পাষাণ, জন্ম জন্মান্তরে রবে॥
            অশ্বপদ মন্ত্রীনন্দন,
            কেন কেটেছিল তখন,
সিংহদ্বার কিসের কারণ ভেঙেছিল, বলে যাবে॥
            কি কথা সে রাজনন্দনে,
            বলেছিল কানে কানে,
বলে পাষাণ হলো কেনে, এ সত্য ভেঙে বলিবে॥
            নজরুল এসলাম ভেবে বলে,
            বল ওস্তাদ সভাস্থলে,
উত্তর দিতে না পারিলে, উপযুক্ত অপমান হবে॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। চাপান সং। রাজপুত্র-মন্ত্রীপুত্র। ১৬তম দৃশ্যান্তর (প্রথম গান)। গোদাকবির গান।  সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ৫৩।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২৫৯৯]
  • বিষয়াঙ্গ: লোক-কাহিনি অবলম্বনে রচিত 'অন্ধ রাজা' পালার চাপান সং'-এর গান। তৃতীয় গান। ভণিতা '‌নজরুল এসলাম'।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।