বল, বল, বল ওস্তাদ, কুলসুমের কি হইবে। (bol bol bol ostaad, kulsumer ki hoibe)

বল, বল, বল ওস্তাদ, কুলসুমের কি হইবে।
খরিস সাপের বিষ হইতে, কি রূপে সে জীবন পাইবে॥
            তাহার এই মৃত্যূ-খবর,
            কি রূপে জানিবে, তাহার তিন বর,
কি ভাবেতে আসিবে তাহারা, সেই কথাটি বলিয়া যাইবে॥
            তিন জনে তিন জিনিস আনিবে,
            কি তিন জিনিস হেথা বলিবে,
কার সাথে বিয়ে হইবে, সে বিচারটি কে করিবে॥
            ভ্রমর কবিতে ভনে
            আসরে লেটোর গানে
ও হে ওস্তাদ, এ আসরে সঠিক জবাব দিয়া যাইবে॥

রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
গ্রন্থ:

১. লেটো গান। পালা: এক কন্যা-তিন বর।
২. নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান সংখ্যা ২৫৯৪।]

 


সূত্র:

  • দুখুমিয়ার লেটোগান । সংগ্রহ ও সম্পাদনা : মুহম্মদ আয়ুব হোসেন, বিশ্বকোষ পরিষদ, কলকাতা, ২০০৩।
  • নজরুল সঙ্গীত-সংগ্রহ। নজরুল ইন্সটিউট, ঢাকা ফেব্রুয়ারি ২০১১।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।