কারা-পাষাণ ভেদি' জাগো নারায়ণ (kara pashan vedi jago narayon)

 রাগ: দরবারি কানাড়া
কারা-পাষাণ ভেদি' জাগো নারায়ণ।
কাঁদিছে বেদিতলে আর্ত জনগণ,
বন্ধ-ছেদন জাগো নারায়ণ॥
হত্যা-যূপে আজি শিশুর বলিদান,
অমৃত-পুত্রেরা মৃত্যু-ম্রিয়মাণ!
শোণিত-লেখা জাগে–নাহি কি ভগবান?
মৃত্যুক্ষুধা জাগে শিয়রে লেলিহান!
শঙ্কানাশন জাগো নারায়ণ॥

  • ভাবসন্ধান: মন্মথ রায়ের রচিত কারাগার নাটকের জন্য নজরুলের রচিত এই গানে উপস্থাপিত হয়েছে- জগতে শান্তি প্রতিষ্ঠার জন্য বিষ্ণু তথা নারায়ণের পুনরুত্থানের আহ্বান। এই গানের কারাগার শুধুই রাষ্ট্রীয় জেলখানা নয়। অত্যাচারীর শাসন-শৃঙ্খলে বন্দী করে রাখা সকল স্থানই বন্দীশালা। কবির আহ্বান এই পাষাণ (নিষ্ঠুর) কারাগারের ভিত্তি নাশ করে যেন নারায়ণ আবির্ভূত হন। অত্যাচারের বেদীমূলে ব্যথিত ক্রন্দসী আর্ত জনগণের বন্ধন ছিন্ন করে, মুক্তিদাতা রূপে নারয়াণ জেগে উঠুন- এটাই কবির একান্ত কামনা।

    এই অত্যাচারের কারগারে শিশুরা বলিদানের শিকার হচ্ছে। আর অমৃত-পুত্ররা (মনুষ্য অমর আত্মার স্বরূপ পুত্র। যাঁরা কেবল রক্ত-মাংসের শরীর নয়, বরং তার মধ্যে রয়েছে এক অমর, শাশ্বত এবং ঐশ্বরিক সত্তা) মৃত্যুর ভয়ে ম্রিয়মান। শোণিত-লেখা (রক্তে লেখা) অবিচার ও অত্যাচার দেখেও কি- জেগে ওঠবেন না ভগবান- এমন সংশয় জাগে কবির মনে। এখন মৃত্যুক্ষুধা শিয়রে জাগে লেলিহান শিখার মতো। তাই কবির অনুরোধ- আর্ত-পীড়িতদের জন্য শঙ্কানাশন হয়ে জেগে উঠুন নারায়ণ।

     
  • রচনাকাল ও স্থান: গানটি প্রথম প্রকাশিত হয়েছিল জয়তী পত্রিকার পৌষ-মাঘ ১৩৩৭ (ডিসেম্বর ১৯৩৭-ফেব্রুয়ারি ১৯৩৮) সংখ্যায়। এই সময় নজরুলের বয়স ছিল ৩১ বৎসর ৬ মাস।
     
  • পত্রিকা: জয়তী। পৌষ-মাঘ ১৩৩৭ (ডিসেম্বর ১৯৩৭-ফেব্রুয়ারি ১৯৩৮) সংখ্যা । মন্মথ রায় রচিত কারাগার নাটক]
  • মঞ্চ: কারাগার। নাট্যকার মন্মথ রায় মনোমোহন থিয়েটার। ২৪শে ডিসেম্বর ১৩৩০ (বুধবার ৯ পৌষ ১৩৩৭)। তৃতীয় অঙ্ক। দৃশ্য চার'। ধরিত্রী'র গান। শিল্পী: নীহারবালা।
  • গ্রন্থ:
    • কারাগার। মন্মথ রায় নাট্যগ্রন্থাবলী দ্বিতীয় খণ্ড [জগদ্ধাত্রী পূজা ১৩৫৮। ২৫শে নভেম্বর ১৯৫১। কারাগার। তৃতীয় অঙ্ক। দৃশ্য চার। ধরিত্রীর গান ]
    • চন্দ্রবিন্দু। প্রথম সংস্করণ [সেপ্টেম্বর ১৯৩১, আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ।]
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২৩০৭। গান সংখ্যা ২৩০৭]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। সনাতন হিন্দুধর্ম। বৈষ্ণব। ভক্তি ও প্রার্থনা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।