বল, বল, বল ওস্তাদ শঙ্খ ঘণ্টা কেন না বাজিল। (bol bol bol ostaad sonkho ghonta keno na bajilo)
বল, বল, বল ওস্তাদ শঙ্খ ঘণ্টা কেন না বাজিল।
কোন খানে তার খুঁত রহিল, সে খুঁত ওস্তাদ কে করিল॥
ধর্মরাজ কারে শুধাবে
খুঁতের কথা কে বলিবে,
আসর তলে বলে যাবে, সেই সে কথা সকল॥
শঙ্খ ঘণ্টা বাজবে কিসে,
বলে যাবে তাহার দিশে,
কি হইবে অবশেষে, সে-সব কথা বলবে ভালো॥
নজরুল এসলামে ভনে,
আসর মাঝে লেটোর গানে,
প্রণাম মোর গুরুর চরণে, আর প্রণাম শ্রোতা সকল॥
- রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
- গ্রন্থ:
- দুখুমিয়ার লেটো গান। চাপান সং। ভক্ত মুচি। চতুর্থ দৃশ্যান্তর। তৃতীয় গান। গোদাকবির গান। সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ১৮০।
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। লেটোগান। গান সংখ্যা ২৭৪২]
- বিষয়াঙ্গ: মহাভারতের কাহিনি অবলম্বনে রচিত ' ভক্ত মুচি' পালার চাপান সং'-এর নবম গান। ভণিতা 'নজরুল এসলাম'।