বল, বল, বল ওস্তাদ, শ্রীরামচন্দ্রের কি হইবে। (bol, bol, bol ostaad shreeram chondrer ki hoibe)

বল, বল, বল ওস্তাদ, শ্রীরামচন্দ্রের কি হইবে।
কি বা অঘটন ঘটিবে, কুশলব কি করিবে॥
            সীতা দেবী জানবেন যখন,
            কি করিবেন তিনি তখন
কে আসিবেন এই তপোবনে, তাঁর দ্বারা কি কাজ হইবে॥
            শত্রুঘ্ন আদি বাঁচবে কিসে,
            বলবে ওস্তাদ তাহার দিশে,
কি ঘটিবে অবশেষে, সকল কথা বলে যাবে॥
            নজরুল এসলাম ভনে,
            এ আসরে চাপান গানে,
গাইবে উতোর, আজ এখানে, তবেই ওস্তাদ সম্মান পাবে॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। চাপান সং। কুশ ও লব। দ্বাদশ দৃশ্যান্তর। দ্বিতীয় গান। গোদাকবির গান।  সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ১২০।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। লেটোগান। গান সংখ্যা ২৬৬৩]
  • বিষয়াঙ্গ: রামায়ণের কাহিনি অবলম্বনে রচিত 'কুশ ও লব' পালার চাপান সং'-এর পঞ্চম গান। ভণিতা 'নজরুল এসলাম'।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।