বল্ রে তোরা বল্ ওরে ও আকাশ-ভরা তারা!

বল্ রে তোরা বল্ ওরে ও আকাশ-ভরা তারা!
আমার নয়ন-তারা কোথায়,কোথায় হ'ল হারা?
দৃষ্টিতে তার বৃষ্টি হ'ত তোদের অধিক আলো,
আঁধার ক'রে আমার ভুবন কোথায় সে লুকাল?
হাতড়ে ফিরি আকাশ-ভুবন পাইনে তাহার সাড়া॥
খানিক আগে মানিক আমার ছিল রে এই চোখে,
আলোর কুঁড়ি পড়ল ঝরে কোন সে গহন-লোকে।
        বলিস তোর আলোর রাজায়
        তাঁহার অসীম আলোক-সভায়
কম হ'ত কি আলো, আমার আঁখির আলো ছাড়া॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। মোহাম্মদী পত্রিকার 'বৈশাখ ১৩৪১ (এপ্রিল-মে ১৯৩৪ খ্রিষ্টাব্দ) সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়েছিল।  এই সময় নজরুলের বয়স ৩৪ বৎসর ছিল ১ মাস।

  • গ্রন্থ:
    • গানের মালা
      • প্রথম সংস্করণ আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ)। ১১। খাম্বাজ-দাদরা]
      • নজরুল রচনাবলী ষষ্ঠ খণ্ড  [বাংলা একাডেমী, জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। গানের মালা ১১। খাম্বাজ-দাদরা। । পৃষ্ঠা ১৯৮-১৯৯]
  • পত্রিকা: মোহাম্মদী [বৈশাখ ১৩৪১ (এপ্রিল-মে ১৯৩৪ খ্রিষ্টাব্দ)]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।