বল সই বসে কেনে একা আনমনে (bol soi boshe keno eka anmone)

বল্‌ সই বসে কেনে একা আনমনে
চল সই সই পাতাবি গাঁদা ফুলের সনে॥
নিয়ে পাথর কুচি, আউস ধানের গুছি
অজয় নদলি ধারে খেল্‌ব নিরজনে॥
দেখিস্ আস্‌বে ফিরে তোর চাঁদ নতুন চাঁদে,
চাঁদ-মুখ রেখে ঘরে কে সই রইতে পারে
আঁধার কয়লা খাদে!
আস্‌বে পোষা কোকিল, ডাকবে মহুল বনে॥
কিন্‌বে ধেনো জমি এবার টাকা এনে,
সে আর যেন গয়না কাপড় না কেনে
তোর বলতে যদি লাজে বাধে মুখে
আমি বল্‌ব তারে যা তুই ভাবিস মনে॥

  • রচনাকাল ও স্থান:গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪১ খ্রিষ্টাব্দের মার্চ (ফাল্গুন-চৈত্র ১৩৪৭) মাসে, সেনোলা রেকর্ড কোম্পানি গানটির একটি রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪১ বৎসর ১০ মাস।
     
  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর ২২৬২ সংখ্যক গান।  পৃষ্ঠা: ৬৭৮।
    • নজরুল-সঙ্গীত স্বরলিপি ঊনপঞ্চাশতম খণ্ড। স্বরলিপিকার: ইদ্‌রিস আলী। কবি নজরুল ইন্সটিটিউট, কার্তিক ১৪২৬। নভেম্বর ২০১৯। পৃষ্ঠা: ৭১-৭৫ [নমুনা]
       
  • রেকর্ড: সেনোলা [মার্চ ১৯৪১ (ফাল্গুন-চৈত্র ১৩৪৭)  কিউএস ৫১৫। শিল্পী মণ্টুরানী। সুর নজরুল ইসলাম]
     
  •  স্বরলিপিকার ও স্বরলিপি:
    • ইদ্‌রিস আলী। ১৯৪১ খ্রিষ্টাব্দের মার্চ মাসে সেনোলা রেকর্ড কোম্পানি থেকে প্রকাশিত গানের [শিল্পী: মণ্টুরানী] স্বরলিপি অনুসারে, স্বরলিপিটি নজরুল-সঙ্গীত স্বরলিপি ঊনপঞ্চাশতম খণ্ডে অন্তর্ভুক্ত হয়েছে।  [নমুনা]
       
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: ঝুমুরাঙ্গ
    • তাল: ঝুমুর
  • গ্রহস্বর:  প

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।