বলি ওষুদ উঠেছে কেমন ঝাঁটা পড়া।(boli osud uthechhe kemon jhata pora)

(বলি) ওষুদ উঠেছে কেমন ঝাঁটা পড়া।
(আহা) কেমন উঠেছে ওষুদ ঝাঁটা পড়া॥
      এক ঝাঁটা খেলে পরে,
      রোগীর রোগ যায় সেরে,
দু'ঝাঁটা খেলে পরে, হয় খাড়া॥
রোগ তো জ্বর নয়, রমণীর প্রেম হয়,
ঝাঁটার বাড়ি খেলে, প্রেম জ্বর ছেড়ে যায়,
প্রেম জ্বর, একেবারে হয় সারা॥
       নজরুল এসলামে ভনে,
       আসরে লেটোর গানে,
জ্বর গেল কোনখানে, খেয়ে বৌ-এর তাড়া॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
     
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। সংলাপযুক্ত গান। স্ত্রীর গান। সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ৪১৯।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২৯৩৯]
  • বিষয়াঙ্গ: সংলাপযুক্ত' গান। ভণিতা 'নজরুল এসলাম'।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।