বলি ওহে মনচোরা, বংশীধারী, কি খুঁজিছ হেথা তুমি। (boli ohe monchora bongshidhari)

বলি ওহে মনচোরা, বংশীধারী, কি খুঁজিছ হেথা তুমি।
পাগলের মত ঘুরে ঘুরে চাহ, দূর হতে দেখি আমি॥
        বনে উপবনে, যমুনা পুলিনে,
        কিবা খোঁজ তুমি বিষণ্ণ বদনে,
কি খুঁজিছ তুমি? আমারে বলিলে, খোঁজ দিতে পারি আমি॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
     
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। সাধারণ সং। বাছুরীর খোঁজে।  প্রথম দৃশ্য। দ্বিতীয় গান। বড়ায়ীর গান। সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ২০৩।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২৭৬৪]
  • বিষয়াঙ্গ: 'বাছুরী খোঁজে' পালার দ্বিতীয় গান। ভণিতা নাই।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।