বলেছিলে তুমি তীর্থে আসিবে (bolechhile tumi tirthe ashibe)

বলেছিলে তুমি তীর্থে আসিবে আমার তনুর তীরে।
তুমি আসিলে না, (হায়!) আশার সূর্য ডুবিল সাগর-নীরে॥
           চলে যাই যদি, চিরদিন মনে
           তোমার সে-কথা রহিবে স্মরণে
শুধু সেই কথা শোনার লাগিয়া হয়তো আসিব ফিরে॥
শুধু সেই আশে হয়তো এ তনু মরণে হবে না লীন
পথ চেয়ে চেয়ে, তব নাম গেয়ে বাজাব বিরহ-বীণ।
           হের গো, আমার যাবার সময় হলো
           তোমার সে-কথা মিথ্যা হবে না বলো,
কোন শুভক্ষণে নিমেষের তরে জড়াবে কণ্ঠ ঘিরে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪২ খ্রিষ্টাব্দের অক্টোবর মাসে (আশ্বিন-কার্তিক ১৩৪৯), এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে এই গানটির একটি রেকর্ড প্রকাশিত হয়েছিল।  এই সময় নজরুলের বয়স ছিল ৪৩ বৎসর ৪ মাস।
     
  • রেকর্ড: এইচএমভি [অক্টোবর ১৯৪২ (আশ্বিন-কার্তিক ১৩৪৯)। এন ২৭৩৩০। সুর ও শিল্পী: কমল দাশগুপ্ত] [শ্রবণ নমুনা]
     
  • সুরকার: কাজী নজরুল ইসলাম।
  • স্বরলিপি ও স্বরলিপিকার: আসাদুল হক। নজরুল সঙ্গীত স্বরলিপি (চতুর্থ খণ্ড)। দ্বিতীয় মুদ্রণ [নজরুল ইন্সটিটিউট। অগ্রহায়ণ ১৪০২। নভেম্বর ১৯৯৫। ১৩ সংখ্যক গান। পৃষ্ঠা: ৭৭-৮০] [নমুনা]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।