বলেছিলে তুমি ভালোবাস মোরে, মোর হাতখানি (bolechhile tumi bhalobasho more)

বলেছিলে তুমি ভালোবাস মোরে, মোর হাতখানি ধ’রে।
সেই দুটি কথা ভুলিতে পারি না, নিশিদিন মনে পড়ে॥
সেই কথা যবে মনে জাগে
সারা দেহে শিহরণ লাগে,
মোর হৃদয়ের পুষ্পাঞ্জলি অশ্রু হইয়া ঝরে॥
পথ চেয়ে থাকি’ মনে মনে ডাকি, তেমনি সন্ধ্যা হল,
সেদিন যে কথা বলেছিলে বঁধু, আবার সে কথা বল।
প্রিয় সেদিনের মত এসে
মোর হাত ধর ভালোবেসে,
হের ছিন্নতার মত সেই হাত প'ড়ে আছে অনাদরে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪২ খ্রিষ্টাব্দের ৬ নভেম্বর (২০ কার্তিক-অগ্রহায়ণ ১৩৪৮) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে নজরুলের চুক্তি হয়েছিল। এই চুক্তিতে এই গানটি ছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪৩ বৎসর ৫ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৬০১। পৃষ্ঠা: ৪৭৮]
     
  • রেকর্ড: ১৯৪২ খ্রিষ্টাব্দের ৬ নভেম্বর (২০ কার্তিক-অগ্রহায়ণ ১৩৪৮) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে নজরুলের চুক্তি হয়েছিল। এই চুক্তিতে এই গানটি ছিল। [শ্রবণ নমুনা]
  • বেতার: গীতচিত্র: 'সে কি তুমি'। সূত্র: শৈলদেবীর গানের খাতা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।