বলেছিলে ভুলিবে না মোরে (bolechhile bhulibe na more)

বলেছিলে ভুলিবে না মোরে।
ভুলে গেলে হায়, কেমন ক'রে॥
নিশীথের স্বপনে কে যেন কহে
ধরণীর প্রেম সে কি স্মরণে রহে,
ফুলের মতন ফুটে যায় রে ঝ'রে॥
বোঝে না বিরহী মন অসহায়,
যত নাহি পায় তত জড়াইতে চায়।
যত দূরে যাও তত, তব গাওয়া গান
কেন স্মৃতিপথে এসে কাঁদায় এ প্রাণ,
আঁখিতে দেখি না দেখি আঁখির লোরে

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪১ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (ভাদ্র-আশ্বিন ১৩৪৮) মাসে, সেনোলা রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড করা হয়েছিল। পরে রেকর্ডটি বাতিল হয়ে যায়। এই সময় নজরুলের বয়স ছিল ৪২ বৎসর ৩ মাস।
     
  • গ্রন্থ:
    • নিতাই ঘটক। [শ্রেষ্ঠ নজরুল স্বরলিপি, (হরফ প্রকাশনী, Deluxe Edition : July 2011) -এর ২৭৩ সংখ্যক গান। পৃষ্ঠা: ৬৮৫-৬৮৬।]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর ১৫৮৩ সংখ্যক গান। পৃষ্ঠা: ৪৭৪।
    • সন্ধ্যা মালতী। দ্বিতীয় খণ্ড। নজরুল রচনাবলী সপ্তম খণ্ড [কার্তিক ১৪১৯, নভেম্বর ২০১২। ৯। পৃষ্ঠা ১৩১]
       
  • রেকর্ড:
  • বেতার:
    • হারমাণি। ষড়বিংশতম অনুষ্ঠান। রাগ 'আনন্দী' [২০শে নভেম্বর ১৯৪১ (বৃহস্পতিবার, ৪ অগ্রহায়ণ ১৩৪৮)। তৃতীয় অধিবেশন। ৭.৪০-৭.৫৯ মিনিট শিল্পী: কাজী নজরুল ইসলাম।]
      • সূত্র:
        • বেতার জগৎ। ১২শ বর্ষ, ২২শ সংখ্যা পৃষ্ঠা: ৩৩৮
        •  The Indian Listener.  1941. Vol-VI-22. page 51
  • সুরকার: কাজী নজরুল ইসলাম।
  • স্বরলিপিকার: নিতাই ঘটক। [শ্রেষ্ঠ নজরুল স্বরলিপি, (হরফ প্রকাশনী, Deluxe Edition : July 2011) -এর ২৭৩ সংখ্যক গান। পৃষ্ঠা: ৬৮৫-৬৮৬।]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: খেয়ালাঙ্গ
    • রাগ: আনন্দী।
    • তাল: ত্রিতাল।
    • গ্রহস্বর: সা।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।