বলো এ কোন রঙ্গ রে (bolo e kon rongo re)

বলো এ কোন্‌ রঙ্গ রে
পিয়ার বিরহে হিয়া কেঁদে কহে
চাহি সে নিঠুরের সঙ্গ রে।
ভালো যে বেসেছে ভোলে সে কেমনে,
যদি গো ভুলিলো পড়ে কেন মনে,
আঁখি জলে ভাসি তবু ভালোবাসি
একি নিদারুণ আনন্দ রে;
বলো এ কোন্‌ রঙ্গ রে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। 
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ, [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ৩০৫৫ গান। পৃষ্ঠা: ৯৩৫।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।