ব’লো না ব’লো না ওলো সই (bolo na bolo na olo soi)

রাগ : হাম্বির, তাল : ত্রিতাল

ব’লো না ব’লো না ওলো সই
                    আর সে কথা॥
তরু কি লতার কাছে
এসে কভু প্রেম যাচে
তরু বিনা নাহি বাঁচে
                    অসহায় লতা॥
ভুলিতে যার নাই তুলনা
সখি তার কথা তুলো না
প্রাণহীন পাষাণে গড়া
                    সে যে দেবতা॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩২ খ্রিষ্টাব্দের আগষ্ট (শ্রাবণ-ভাদ্র ১৩৩৯) মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ২ মাস
  • গ্রন্থ:
    • বনগীতি
      • প্রথম সংস্করণ  ১৩ অক্টোবর ১৯৩২ খ্রিষ্টাব্দ (রবিবার ২৭ আশ্বিন ১৩৩৯)। ভীমপলশ্রী মিশ্র-দাদরা।  হাম্বীর-তেতালা। পৃষ্ঠা: ৪২] ।
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১।  ২৭ সংখ্যক গান। হাম্বীর-তেতালা।  পৃষ্ঠা ১৯৪]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ৯৪৩। রাগ : হাম্বির, তাল : ত্রিতাল। পৃষ্ঠা: ২৯০।
       
  • রেকর্ড: এইচএমভি [আগষ্ট ১৯৩২ (শ্রাবণ-ভাদ্র ১৩৩৯)]। এন ৭০১৩। শিল্পী: মিস বীণাপাণি
  • সুরকার: কাজী নজরুল ইসলাম।
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
  • পর্যায়:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।