বল্লরী-ভুজ-বন্ধন খোলো (bollori bhuj bondhon kholo)

বল্লরী-ভুজ-বন্ধন খোলো।
অভিসার-নিশি অবসান হ’ল॥
পাণ্ডুর চাঁদ হের অস্তাচলে
জাগিয়া শ্রান্ত-তনু পড়েছে ঢ’লে,
মল্লিকা মালা ম্লান বক্ষতলে –
অভিমান-অবনত আঁখি তোলে॥
উতল সমীর আমি নিমেষের ভুল,
কুসুম ঝরাই কভু ফুটাই মুকুল।
আলোকে শুকায় মোর প্রেমের শিশির
দিনের বিরহ আমি মিলন নিশির,
হে প্রিয়, ভীরু এ স্বপন-বিলাসীর –
অকরুণ প্রণয় ভোলো ভোলো॥

  • রচনাকাল ও স্থান:   গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৪১ বঙ্গাব্দের আশ্বিন মাসে (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ) গানটি গানের মালা প্রথম সংস্করণে অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৪ মাস।
     
  • গ্রন্থ:
    • গানের মালা
      • প্রথম সংস্করণ আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ)। ২৪। ভৈরবী-কাওয়ালি
      • নজরুল রচনাবলী। জন্মশতবর্ষ সংকলন ষষ্ঠ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। গানের মালা ২৪। ভৈরবী-কাওয়ালি। পৃষ্ঠা ২০৭]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৬০০। রাগ: ভৈরবী, তাল: কাহারবা পৃষ্ঠা: ৪৭৯]
    • বাসন্তিকা (একাঙ্ক নাটিকা)
      • অপ্রকাশিত নজরুল [১৯৮৯ খ্রিষ্টাব্দে আব্দুল আজিজ সম্পাদিত]
      • নজরুল রচনাবলী ষষ্ঠ খণ্ড [জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। বাসন্তিকা (একাঙ্ক নাটিকা)। চতুর্থ দৃশ্য। ফাল্গুনীর গান। পৃষ্ঠা ৩৬৩-৩৬৪]
  • রেকর্ড: এইচএমভি [ফেব্রুয়ারি ১৯৩৫ (মাঘ-ফাল্গুন ১৩৪১)। এন ৭৩৩৯। শিল্পী: বিমলেন্দু সেন]
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: রাগাশ্রয়ী
    • তাল: কাহারবা
    • গ্রহস্বর: পা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।