বসিয়া বিজনে কে গো বিমনা (boshiya bijone ke go bimona)

বসিয়া বিজনে কে গো বিমনা।
নিরালায় বাসনা-তুলিকায় আঁচিছ কোন্ আল্পনা॥
অনামিকায় কভু জড়াও অঞ্চল
(কভু) ভাসাও স্রোতে মালার ফুলদল,
কভু আনমনে চাই গগন-কোণে যেন কোন্ উদাসী কামনা॥

পলক নাই চোখে, মুকে নাহি বাণী,
ফেলে যাওয়া যেন, কার বাঁশরিখানি।
তাহারি আগমনী অন্তরে শুনি’
উছলি’ উঠিবে মৌন সুরধুনী,
বাজিবে মধু-মুরছনা॥

    • ক. রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার ৩০ ভাদ্র ১৩৪৩) এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে নজরুল ইসলামের একটি চুক্তি হয়েছিল। এই চুক্তিপত্রের এই গানটির উল্লেখ ছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ৪ মাস।
          [ নজরুলের ৩৭ বৎসর অতিক্রান্ত বয়সের গানের তালিকা]

    •  
    • খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
      • গ্রন্থ:
        • নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর ১৬০২ সংখ্যক গান। পৃষ্ঠা: ৪৮৭।
      • রেকর্ড:
        • এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে নজরুল ইসলামের ১৯৩৬ খ্রিষ্টাব্দের ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার ৩০ ভাদ্র ১৩৪৩) একটি চুক্তি হয়েছিল। এই চুক্তিতে গানটি ছিল।
        • টুইন [সেপ্টেম্বর ১৯৩৬ (ভাদ্র-আশ্বিন ১৩৪৩)। এফটি ৪৫৬৫। শিল্পী: নিভারাণী সেন]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।