বহে বনে সমীরণ ফুল জাগানো (bohe bone somiron ful jagano)

বহে বনে সমীরণ ফুল জাগানো
এসো গোপন সাথি মোর ঘুম ভাঙানো
এসো আঁধার রাতেরি চাঁদ পাতি মায়ারি ফাঁদ
                    এসো এসো মম স্বপন সাধ॥
হৃদয় তিমিরে এসো হৃদ-সায়র দোল লাগানো
                    সাথি মোর ঘুম ভাঙানো॥
বনে মোর ফুলগুলি আছে তব পথ চেয়ে
পরান পাপিয়া পিউ পিউ ওঠে গেয়ে
তরুণ অরুণ এসো আলোকেরি পথ বেয়ে
এসো আমার তনু মন প্রাণ হৃদয় রাঙানো
                    এসো ভুবন ভোলানো
কোথা গোপন সাথি মোর ঘুম ভাঙানো॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৩ খ্রিষ্টাব্দের ২৯শে সেপ্টেম্বর (শুক্রবার ১৩ আশ্বিন ১৩৪০) এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে নজরুলের সাথে চুক্তি হয়েছিল। এই চুক্তিতে যে সকল গান অন্তর্ভুক্ত হয়েছিল।এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ৪ মাস।
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ৮৬৮। পৃষ্ঠা: ২৬৩]
  • রেকর্ড:
    • এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে নজরুলের সাথে চুক্তি হয়েছিল ১৯৩৩ খ্রিষ্টাব্দের ২৯শে সেপ্টেম্বর (শুক্রবার ১৩ আশ্বিন ১৩৪০)। এই চুক্তিতে যে সকল গান অন্তর্ভুক্ত হয়েছিল।
    • টুইন [ডিসেম্বর ১৯৩৩ (১৫ অগ্রহায়ণ-১৬ পৌষ ১৩৪০)। এফটি ২৯৬০। শিল্পী: মিস আশালতা] 
  • স্বরলিপিকার ও স্বরলিপি:
    • সুধীন দাশ ও সেলিনা হোসেন। নজরুল সঙ্গীত স্বরলিপি (৩৭শ খণ্ড)। দ্বিতীয় মুদ্রণ [নজরুল ইন্সটিটিউট। পৌষ, ১৪২১ বঙ্গাব্দ/ জানুয়ারি, ২০১৫ খ্রিষ্টাব্দ]। ১৬ সংখ্যক গান। স্বরলিপিতে রেকর্ড নম্বর ভুল আছে। [নমুনা]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম ও প্রকৃতি
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের সুর

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।