বহে শোকের পাথার আজি সাহারায় (bohe shoker pathar)

বহে শোকের পাথার আজি সাহারায়।
নবীজী নাই-উঠ্‌ল মাতম মদিনায়॥
     আঁখি-প্রদীপ এই ধরনীর
     গেল নিভে ঘির্‌ল তিমির,
দীনের রবি মোদের নবী চায় বিদায়।
সইল না রে বেহেশ্‌তী দান দুনিয়ায়॥
     না পূরিতে সাধ-আশা
     না মিটিতে তৌহিদ-পিপাসা,
যায় চ'লে দীনের শাহানশাহ্ 
 হায় রে হায়,
সেই শোকেরি তুফান বহে 'লু' হাওয়ায়॥
বেড়েছে আজ দ্বিগুণ পানি দজ্‌লা ফোরাত নদীতে,
তূর ও হেরা পাহাড় ফেটে অশ্রু-নিঝর ব'য়ে যায়।
ধরার জ্যোতি হরণ ক'রে উজল হ'ল ফের বেহেশ্‌ত্
কাঁদে পশু-পাখি ও তরুলতায়,
সেই কাঁদনের স্মৃতি দোলে দরিয়ায়॥

  • রচনাকাল ও স্থান:গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের জুন (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪২) মাসে, টুইন রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। এই সময় নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর ১ মাস।
     
  • রেকর্ড: টুইন [জুন ১৯৩৫ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪২)। এফটি ৩৯৮০। শিল্পী: আব্বাসউদ্দীন আহমদ]
  • পত্রিকা: মোহাম্মদী [আষাঢ় ১৩৪২ (জুন-জুলাই ১৯৩৫)] [শ্রবণ নমুনা]
  • পত্রিকা: মোহাম্মদী [আষাঢ় ১৩৪২ (জুন-জুলাই ১৯৩৫)]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।