বাঁকা ছুরির মত বেঁকে উঠল (baka churir moto beke uthlo)

বাঁকা ছুরির মত বেঁকে উঠল যে তোর আঁখি রে।
ওরে বেদের দুলাল আমার সাথে সাপ খেলাবি নাকি রে।
তোর জোড়া ভুরুর ধনুক আমি চিনি,
পাখি আমি, নই বেদিয়া, আমি যে সাপিনী,
ভয় করি না বাঁশিকে, ডর লাগে তোর হাসিকে।
তোর মনের ঝাঁপি খোলা পেলে সেথায় গিয়ে থাকি রে॥

  •  রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের ডিসেম্বর ১৯৪০ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৭) মাসে মেগাফোন রেকর্ড কোম্পানি 'বনের বেদে' নাটক প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪১ বৎসর ৬ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২।  গান সংখ্যা ২২৩৬। পৃষ্ঠা: ৬৭৮
  • রেকর্ড: মেগাফোন [ডিসেম্বর ১৯৪০ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৭)। নাটিকা বনের বেদে। জেএনজি ৫৫০৮। শিল্পী: করুণা ঘোষ]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।