বাঁকা নদীর গতিক বোঝা ভার। (baka nodir gotik bojha bhar)

যুবক :   বাঁকা নদীর গতিক বোঝা ভার।
            ঐ নদীতে, নামিস্ না ভাই খবরদার॥
            ঐ নদী শুখ্‌নো ছিল, বন্যা এলো রে, নাইকো নদীর কূল কিনার॥
            কাল পাহাড়ি ভেঙে নদীতে পড়ে গেল ঢল,
            ও ধারেতে মাঝি করে, সামাল! সামাল!
            রূপ সাগরে, পিছল ঘাটে, পড়ে করবি হাহাকার॥
            ও নদী, ত্রিধারাতে রয়,
            ব্রহ্ম, বিষ্ণু, মহেশ্বর, কোনখানেতে রয়,
            ভেসে যায়, রূপ সাগরে, প্রেমের মানুষ চমৎকার॥
যুবতী :  খণ্ড নদী, পাতাল ভেদি, ঐ নদীতে নেমো না।
            ক্ষণে ক্ষণে জলাকীর্ণ, জোয়ার এসে হয় ফেনা॥
                        নামার যদি ইচ্ছা কর,
                        কাপড় ছেড়ে, গামছা পর,
            নোনা জলে করবে জড় সড়, সাবান দিলে যাবে না॥
উভয়ে :  নজরুল এসলামে কয়,
            বাঁকা নদী, খণ্ড নদী, পাতাল ভেদি বয়,
            সেখানে, রূপসাগরে, প্রেমের মানুষ, মিলেছে ভাই চমৎকার॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
     
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। সংলাপযুক্ত গান। যুবক ও যুবতীর গান। সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ৪১৭-১৮।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২৯৩৯]
  • বিষয়াঙ্গ: সংলাপযুক্ত' গান। ভণিতা 'নজরুল এসলাম'।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।