(বাঁকা) শ্যাম হে তোমায় পেয়েছি আজ খুঁজে (baka shyam he tomay peyechhi aj khuje)

(বাঁকা) শ্যাম হে তোমায় পেয়েছি আজ খুঁজে।
মথুরাতে ঠেকে আছ শ্রীকুবুজার কুঁজে॥
মিলেছে বেশ বাঁকায়-বাঁকায়
গোঠের শ্যাম আর মুটের ঝাঁকায়
রসিক বিনা কুঁজের এমন মর্ম কে আর বুঝে॥
ব্রজের ধেনু ফেলে মথুরাতে এলে বুঝি উট চরাতে,
একবার উঠে দাঁড়াও উঠের কুঁজ ধ’রে বাম ভুজো॥
ব্রজে গোবর্দ্ধন ধরেছিলে
এবার কুঁজীর কুঁজ ধরিলে, শ্যাম হে –
ওহে কুব্জাধারী রূপ নেহারি নয়ন আসে বুঁজে।
লাজে নয়ন আসে বুঁজে॥
গয়লার বাঁক নি এসে
সাজিয়েছ কি কুব্জা বেশে?
তাই বাঁক দিয়ে শ্যাম যুগল বাঁকা বেঁকী গেলাম পুজে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৯ খ্রিষ্টাব্দের অক্টোবর (আশ্বিন-কার্তিক ১৩৪৬)  মাসে, টুইন রেকর্ড কোম্পানি এই গানের একটি রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর ৪ মাস।
     
  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। ২০৪৩ সংখ্যক গান। পৃষ্ঠা: ৬১৫।]
  • রেকর্ড: টুইন [অক্টোবর ১৯৩৯ খ্রিষ্টাব্দ (আশ্বিন-কার্তিক ১৩৪৬)।  রেকর্ড নং- এফটি. ১৩০১০। শিল্পী: গোলাম ভট্টাচার্য]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।