বাঁকে ছায়লা সাঁওরিয়া আওরে মোরি স্যুনি (bake chhayla sawaria aore)

বাঁকে ছায়লা সাঁওরিয়া আওরে মোরি স্যুনি পড়ি হেয় সেজরিয়া,
যব্সে বসে তুম সৌতানা নাগরিয়া কবহুঁনা লিনি মেরি খবরিয়া।
প্যারে সাইযাঁ মান বাতিয়াঁ লাগুঁ তোরে পাইয়াঁ॥
আঁখিয়ানকে বাদরা বর্ধনে লাগে
রোতি হয় হর্দম, গম্মে তুমহারে,
আজ প্যারে শকল দেখা দে সীনে লাগ্ কর চিন্তা মিটায়ে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। 
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২৪৮০। পৃষ্ঠা: ৭৬৫]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।