বাঁধিব তোমায় কুসুম বাঁধনে তমাল (badhibo tomay kushum badhone tomal)

রাধা : বাঁধিব তোমায় কুসুম বাঁধনে তমাল তলে।
কৃষ্ণ : নিদয়া প্রিয়া কি হবে কাঁদায়ে খেলার ছলে॥
রাধা : লুকায়ে বিজনে
কৃষ্ণ : তব লাগি
রাধা : কেন ফিরিছ বনমালী
কৃষ্ণ : তোমারি দরশ মাগি
রাধা : ছাড় ও চতুরালী রাঙা ফাগে রাঙাইব তোমায় রাধা সাজাইব
কৃষ্ণ : মিছে কেন কাঁদাবে
রাধা : জানিবে হিয়া কত জ্বলে।
কৃষ্ণ : লো অভিমানী এ মধু যামিনী কাটে যে করহ-ছলে বিফলে
রাধা : ভুলি কি গো হায় মিছে ছলে
উভয়ে : মোরা ভালোবেসেছি হেসেছি ভেসেছি আঁখি-জলে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। 
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২০৪৪। পৃষ্ঠা: ৬১৬]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।