বাঁশি বাজাবে কবে আবার বাঁশরিওয়ালা(bashi bajabe kobe abar)

বাঁশি বাজাবে কবে আবার বাঁশরিওয়ালা
তব পথ চাহি ভারত-যশোদা কাঁদিছে নিরালা॥
কৃষ্ণা-তিথির তিমির-হারী; শ্রীকৃষ্ণ এসো, এসো, মুরারি
ঘরে ঘরে আজ পুতনা-ভীতি হানিছে কালা॥
কংস-কারার ভাঙো ভাঙো দ্বার
দেবকীর বুকের পাষাণ ভার নামাও
যুগ-যুগ-সম্ভব পূর্ণাবতার!
নিরানন্দ এ দেশ হাসুক আবার, আনন্দে হে নন্দলালা॥     

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৪ খ্রিষ্টাব্দের অক্টোবর মাসে (আশ্বিন-কার্তিক ১৩৪১) এইচএমভি এই গানের একটি রেকর্র্ড প্রথম প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ৩৫ বৎসর ছিল ৪-৫ মাস।
     
  • পত্রিকা: সঙ্গীত বিজ্ঞান প্রবেশিকা। [বৈশাখ ১৩৪২ বঙ্গাব্দ (এপ্রিল-মে ১৯৩৫)। আষাঢ়-কার্ফা। কথা ও সুর: কাজী নজরুল ইসলাম। স্বরলিপি: জগৎ ঘটক। পৃষ্ঠা: ১৭-১৯][নমুনা]
  • রেকর্ড: এইচএমভি। [অক্টোবর ১৯৩৪ (আশ্বিন-কার্তিক ১৩৪১)। শিল্পী: মৃণালকান্তি ঘোষ। নম্বর এন ৭২৯৪। শিল্পী ছিলেন ধীরেন দাশ। [শ্রবণ নমুনা]
  • সুরকার: কাজী নজরুল ইসলাম
     
  • স্বরলিপি ও স্বরলিপকার:
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি [হিন্দুধর্ম, বৈষ্ণব]
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।