বাগিচায় বুলবুলি তুই ফুল-শাখাতে (bagichay bulbuli tui ful-sakhate)

বাগিচায়         বুলবুলি তুই ফুল-শাখাতে দিস্‌নে আজি দোল
আজো তার     ফুল কলিদের ঘুম টুটেনি তন্দ্রাতে বিলোল॥
আজো হায়      রিক্ত শাখায় উত্তরী বায় ঝুরছে নিশি-দিন
আসেনি'         দখ্‌নে হাওয়া গজল-গাওয়া মোমাছি বিভোল॥
কবে সে         ফুল কুমারী ঘোমটা চিরি', আসবে বাহিরে (রে)
শিশিরের         স্পর্শ-সুখে ভাঙ্‌বে রে ঘুম রাঙ্‌‌বে রে কপোল।
ফাগুনের         মুকুল-জাগা দু'-কূল-ভাঙা আসবে ফুলেল্‌ বান্‌
কুঁড়িদের         ওষ্ঠ-পুটে লুট্‌বে হাসি ফুট্‌বে গালে টোল॥
কবি তুই         গন্ধে ভুলে' ডুব্‌লি জলে কূল পেলিনে আর
ফুলে তোর      বুক ভরেছিস্‌ আজকে জলে ভর্‌রে আঁখির কোল্॥ 

  • রচনাকাল ও স্থান: গানটি কল্লোল পত্রিকার মাঘ ১৩৩৩ বঙ্গাব্দ (মার্চ ১৯২৭) সংখ্যায় প্রথম প্রকাশিত হয়েছিল। উক্ত পত্রিকায় রচনার স্থান ও রচনাকাল উল্লেখ ছিল- 'কৃষ্ণনগর, ৮ই অগ্রহায়ণ ১৩৩৩'  (২৪ নভেম্বর ১৯২৬ খ্রিষ্টাব্দ)। এই সময় নজরুলের বয়স ছিল ২৭ বৎসর ৬ মাস।
     
  • পত্রিকা: কল্লোল। মাঘ ১৩৩৩ বঙ্গাব্দ (মার্চ ১৯২৭) সংখ্যা। রাগ: ভৈরবী। তাল: পোস্তা।
  • গ্রন্থ:
    • বুলবুল
      • প্রথম সংস্করণ নভেম্বর ১৯২৮। কার্তিক ১৩৩৫। ভৈরবী-কাহারবা
      • নজরুল-রচনাবলী, দ্বিতীয় খণ্ড [বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩। ফেব্রুয়ারি ২০০৭। বুলবুল। গান ১। ভৈরবী-কাহারবা। পৃষ্ঠা: ১৫১]
    • নজরুল-গীতিকা
      • প্রথম সংস্করণ। ভাদ্র ১৩৩৭ বঙ্গাব্দ ১৩৩১ বঙ্গাব্দ। ২ সেপ্টেম্বর ১৯৩০। গজল। ১০। ভৈরবী-কাহারবা। পৃষ্ঠা ৬৪।
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা ফাল্গুন ১৪১৩/মার্চ ২০০৭।] নজরুল গীতিকা।  ৫৫। গজল। ভৈরবী-কাহারবা। পৃষ্ঠা: ২০৮।
  • রেকর্ড: এইচএমভি [সেপ্টেম্বর ১৯২৮ (ভাদ্র-আশ্বিন ১৩৩৪)। পি ১১৫১৮। শিল্পী: কাশেম মল্লিক। সুরকার: নজরুল ইসলাম] [শ্রবণ নমুনা]
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার: আহসান মুর্শেদ [ নজরুল সঙ্গীত স্বরলিপি, ছাব্বিশ খণ্ড,নজরুল ইন্সটিটিউট, ঢাকা। আশ্বিন, ১৪১২ বঙ্গাব্দে /সেপ্টেম্বর ২০০৫ খ্রিষ্টাব্দ] ১৭ সংখ্যক গান। [নমুনা]
  • সুরকার: নজরুল ইসলাম
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রকৃতি ও প্রেম
    • সুরাঙ্গ: গজল
    • তাল: কাহারবা
    • গ্রহস্বর: সা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।