বাজিছে দামামা, বাঁধ রে আমামা শির উঁচু করি মুসলমান (bajichhe damama, badh re amama)

 বাজিছে দামামা, বাঁধ রে আমামা শির উঁচু করি মুসলমান।
দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কিল্লায় ওড়ে নিশান॥
        মুখেতে কল্‌মা হাতে তলোয়ার
        বুকে ইসলামী জোশ্ দুর্বার,
                    হৃদয়ে লইয়া এশ্ক্ আল্লার –
                                    চল্ আগে চল বাজে বিষাণ।
ভয় নাই তোর গলায় তাবিজ বাঁধা যে রে তোর পাক কোরান॥
        নহি মোরা জীব ভোগ বিলাসের
        শাহাদত ছিল কাম্য মোদের,
        ভিখারির সাজে খলিফা যাদের –
                    শাসন করিল আধা জাহান।
তা’রা আজ প’ড়ে ঘুমায় বেহোঁশ্ বাহিরে বহিছে ঝড় তুফান॥
       ঘুমাইয়া কাজা করেছি ফজর
        তখনো জাগিনি যখন জোহর,
        হেলা ও খেলায় কেটেছে আসর –
                    মাগরিবের আজ শুনি আজান।
জমাত-শামিল হও রে এশাতে এখনো জামাতে আছে স্থান॥
        শুকনো রুটিরে সম্বল ক’রে
        যে ঈমান আর যে প্রাণের জোরে,
        ফিরেছি জগৎ মন্থর ক’রে –
                    সে-শক্তি আজ ফিরিয়ে আন।
আল্লাহু আকবর রবে পুন কাঁপুর বিশ্ব দূর বিমান॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। মোহাম্মদী পত্রিকার 'ফাল্গুন ১৩৩৯' [চৈত্র ১৩৩৯ (মার্চ-এপ্রিল১৯৩৩)] সংখ্যায় গানটি প্রথম  প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ১০ মাস।
     
  • গ্রন্থ:
    • গুলবাগিচা
      • প্রথম সংস্করণ [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩। ইমন মিশ্র-একতালা। পৃষ্ঠা: ১০২-১০৩]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গুল-বাগিচা। গান সংখ্যা ৮১। ইমন মিশ্র-একতালা। পৃষ্ঠা ২৭৬-২৭৭]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৬৩০। রাগ: ইমন মিশ্র, তাল: একতাল। পৃষ্ঠা: ৪৮৭-৪৮৮।]
  • পত্রিকা
    • মোহাম্মদী [চৈত্র ১৩৩৯ (মার্চ-এপ্রিল১৯৩৩)]
    • মাসিক মোহম্মদী [৩০শ বর্ষ, ৮ম সংখ্যা। জ্যৈষ্ঠ ১৩৬৬ (মে-জুন ১৯৫৯)। কওমী গীতি।  কথা ও সুর: কাজী নজরুল ইসলাম। স্বর ও স্বরলিপি: মফিজুল ইসলাম। পৃষ্ঠা: ৬৪৯-৬৫০]
  • রেকর্ড: মেগাফোন [মার্চ ১৯৩৪ (ফাল্গুন-চৈত্র ১৩৪০)। এন ৭২১২।  শিল্পী মোহাম্মদ কাসেম]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।