বাজে মৃদঙ্গ বরষার ওই দিকে দিকে দিগন্তরে (baje mridongo boroshar oi)

বাজে মৃদঙ্গ বরষার ওই দিকে দিকে দিগন্তরে
নীরস ধরা সরস হলো কাহার যাদু-মন্তরে॥
বন-ময়ূর আনন্দে নাচে ধারা-প্রপাত ছন্দে
ঝরঝর গিরি-নির্ঝর স্রোতে অন্তর সুখে সন্তরে॥
শ্যামল প্রিয়-দরশা হলো ধূসর পথ-প্রান্তর
বন্ধু-মিলন-হরষা গাহে দাদুরি অবান্তর।
             শ্রাবণ-প্লাবণ-বন্যাতে
             আজি পুষ্পে পল্লবে বন মাতে
এলো শ্যাম শোভন সুন্দর প্রাণ-চঞ্চল ক'রে মন্থরে॥

  • বাজে মৃদঙ্গ বরষার ওই দিকে দিকে দিগন্তরে
    নীরস ধরা সরস হলো কাহার যাদু-মন্তরে॥
    বন-ময়ূর আনন্দে নাচে ধারা-প্রপাত ছন্দে
    ঝরঝর গিরি-নির্ঝর স্রোতে অন্তর সুখে সন্তরে॥
    শ্যামল প্রিয়-দরশা হলো ধূসর পথ-প্রান্তর
    বন্ধু-মিলন-হরষা গাহে দাদুরি অবান্তর।
                 শ্রাবণ-প্লাবন-বন্যাতে
                 আজি পুষ্পে পল্লবে বন মাতে
    এলো শ্যাম শোভন সুন্দর প্রাণ-চঞ্চল ক'রে মন্থরে॥

     
  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে (ভাদ্র-আশ্বিন ১৩৪৩) টুইন রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। এই সময় নজরুলের বয়স ছিল  ৩৭ বৎসর ৩ মাস।
     
  • রেকর্ড টুইন [সেপ্টেম্বর ১৯৩৬ (ভাদ্র-আশ্বিন ১৩৪৩)।  এফটি ৪৫২৮। শিল্পী: দেবেন বিশ্বাস।।
  • স্বরলিপিকার ও স্বরলিপি: সুধীন দাশ। [নজরুল-সঙ্গীত স্বরলিপি, দ্বাদশ খণ্ড।  প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট আশ্বিন ১৪০৪/অক্টোবর ১৯৯৩। ২০ সংখ্যক গান] [নমুনা]
  • সুরকার: কাজী নজরুল ইসলাম
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রকৃতি (ঋতু, বর্ষা)
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।