বাপের বাড়ির থনে নূতন বৌ ফিরছে বাড়ি (baper barir thone nuton bou)

বাপের বাড়ির থনে নূতন বৌ ফিরছে বাড়ি।
বলদ্ চল্ রে তাড়াতাড়ি॥
বৌ তৈরি করছে আমার লাইগ্যা নূতন গুড়ের পিঠা,
সেই পুলি-পিঠার চাইতে তার আঙ্গুল আরো মিঠা।
তা’র মুখ দেইখ্যা ফেইলা রাখি খেজুর রসের হাঁড়ি
বলদ চল রে তাড়াতাড়ি॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৯ খ্রিষ্টাব্দের মে ১৯৩৯ (মে ১৯৩৯ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪৫) এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে 'পুরানো বলদ নতুন বৌ' নাম শ্রুতিনাটক প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ১১ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২৪১৯। পৃষ্ঠা: ৭৪৬]
  • রেকর্ড: এইচএমভি। বেতার নাটক 'পুরানো বলদ নতুন বৌ'। [মে ১৯৩৯ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪৫)। এন ১৭২৬৮। শিল্পী: রঞ্জিৎ রায়। চরিত্র: গাড়োয়ান]

 

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।