বাসনার সরসীতে ফুটিয়াছে ফুল (bashonar soroshite futiachhe ful)

বাসনার সরসীতে ফুটিয়াছে ফুল।
মধু-লোভী মদালস এসো অলিকুল॥
ভোগের পাত্রে মধু
প্রাণ ভরে পিও বঁধু,
আনন্দে হয় যদি হোক দিক ভুল॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের নভেম্বর (কার্তিক-অগ্রহায়ণ ৩৪৩) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি মন্মথ রায়ের রচিত ''‌‌সুরথ উদ্ধার‌'' ' নাটক প্রকাশ করে। এই নাটকে গানটি ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ৫ মাস।
     
  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২২৮৮। পৃষ্ঠা: ৬৮৬]
    • সুরথ-উদ্ধার পালার গান। ৩ (নর্তকীগণের গান)। [নজরুল রচনাবলী জন্মশতবর্ষ সংস্করণ, অষ্টম খণ্ড। বাংলা একাডেমি, ঢাকা। দ্বিতীয় মুদ্রণ, ফাল্গুন ১৪২৪/ফেব্রুয়ারি ২০১৮। পৃষ্ঠা: ২৯৭]
  • পত্রিকা: নজরুল ইন্সটিটিউট পত্রিকা। দ্বিতীয় সংকলন, অগ্রহায়ণ ১৩৯২। 'সুরথ-উদ্ধার'  নাটকের গান। আব্দুস সাত্তার। 'সুরথ-উদ্ধার'  পালার গান, ৩ (নর্তকীগণের গান)। পৃষ্ঠা: ১১৩।
  • রেকর্ড: এইচএমভি [নভেম্বর ১৯৩৬ (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪৩)। সুরথ উদ্ধার। মন্মথ রায় রচিত নাটক। নর্তকীগণের গান। এন ৯৮০৯। [শ্রবণ নমুনা]
  • সুরকার: নজরুল ইসলাম

  • স্বরলিপিকার ও স্বরলিপি:
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: নাট্যগীতি [প্রেম]
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের সুর
    • তাল:  কাহারবা
    • গ্রহস্বর: মপা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।