বাসন্তী রং শাড়ি প'রো খয়ের রঙের টিপ্‌ (bashonti rong shari poro)

বাসন্তী রং শাড়ি প'রো খয়ের রঙের টিপ্‌।
সাঁঝের বেলায় সাজবে যখন জ্বাল্‌বে যখন দীপ্‌॥
দুলিয়ে দিও দোলন্‌ খোঁপায়
আমের মুকুল বকুল চাঁপায়,
মেখ্‌লা ক’রো কটি-তটে শিউরে-ওঠা নীপ্‌॥
কর্ণ-মূলে দুল দুলিও দুলাল চাঁপার কুঁড়ি,
বন্‌-অতসীর কাঁকন প'রো, কনক-গাঁদার চুড়ি।
আধখানা চাঁদ গরব ভরে
হাসে হাসুক আকাশ 'পরে,
তুমি বাকি আধখানা চাঁদ ধরার মণি-দীপ্‌॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। 'গুলবাগিচা' গীতি-সংকলনের প্রথম সংস্করণে [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩] অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১ মাস
     
  • গ্রন্থ:
    • গুলবাগিচা
      • প্রথম সংস্কলরণ [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩। সিন্ধু-দাদরা। পৃষ্ঠা: ৫২]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গুল-বাগিচা। গান সংখ্যা ৪৬। সিন্ধু-দাদরা।। পৃষ্ঠা ২৫২ ]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২১৮৯। রাগ: সিন্ধু। তাল: দাদ্‌রা। পৃষ্ঠা: ৬৫৮।]
  • রেকর্ড: মেগাফোন [জানুয়ারি ১৯৩৪ (পৌষ-মাঘ ১৩৪০)]। জেএনজি ৯৫। শিল্পী: অশোক সেন। ​​​​​​​
  • সুরকার: কাজী নজরুল ইসলাম।
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: রাগাশ্রয়ী

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।