বিকেল বেরকী চম্পা আউর সবেরা কি যুঁইন (bikel berki champa aur)

বিকেল বেরকী চম্পা আউর সবেরা কি যুঁইন।
কিস্কো কহাঁ রাখুঁ য়্যহী সোচ্না হর্য়্যেক দিন॥
গুলদানী মে রাখুঁ কিসে
গলে কী হার করুঁ কিসে
দেওতা কো মেয় দুঙ্গা কিসে (কিসে) দিল মে রাখু মৈঁন্॥

অভিমানী উন্ দোনো মুলায়েম বরাবর,
চম্পা মেরী আঁখ্কি রোশনী যুঁইন্ আঁখ্ কি লোর।
বরসে বাদর শাওন্ মে যব
যুঁইন কে সাথ রোতা হঁ তব
চৈতী রাত মে চাহুঁ চম্পা প্যার করুঁ দো মৈঁন॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। 
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২৪৮১। পৃষ্ঠা: ৭৬৫]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।