বিজয়ার পর দেখা হল ভায়া এসো (bijoyar por dakha holo bhaya esho)

১ম বৃদ্ধ : বিজয়ার পর দেখা হল ভায়া এসো কোলাকুলি করি।
২য় বৃদ্ধ : হয়েছে হয়েছে ছাড় ছাড় দাদা ভুঁড়ি চাপা পড়ে মরি॥
দমকা হাসি খামকা হাসি বাপ্‌রে পিলে চম্‌কা হাসি।
দম্ ফেটে যায় হেঁচকি উঠে হাসি তা- নয় সর্বনাশী॥ (বিকট হাসি)
শাশুড়ি : ও বৌমা সীম বীজগুলো কেন ফেলে দিলে নাহি রাঁধি?
বৌ : না মা শীম বীজ নয় ওগুলো ইঁদুর নাদি॥
১ম ছাত্র : আরে ও অীজত! হল কি? মুখে কোঁচা কেন শুধু ঠাসিস?
২য় ছাত্র : কথায় কথায় কাতুকুতু ভাব যথায় তথায় হাসিস্
আর হাসাস্নে ভাই শীতে ঠোঁট ফেটে গেছে (ঠাঁই ফাটা হাসি)
হাসিয়ে দিলে কাঁসিয়ে দিলে এবার ভুঁড়ি ফাঁসিয়ে দিলে
নাকের জলে মুখের নালে কাপড় চোপড় ভাসিয়ে দিলে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৪ বঙ্গাব্দের মার্চ মাসে (ফাল্গুন-চৈত্র ১৩৪০) এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় এই সময় নজরুলের বয়স ৩৪ বৎসর ছিল ৯ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২৪২০। পৃষ্ঠা: ৭৪৭]
  • রেকর্ড:এইচএমভি [মার্চ ১৯৩৪ (ফাল্গুন-চৈত্র ১৩৪০)। এন ৭২০৮। শিল্পী: হরিদাস বন্দ্যোপাধ্যায়। টাইটেল: হাসির গান ][শ্রবণ নমুনা]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।