বিড়াল বলে মাছ খাব না (biral bole machh khabo na)

বিড়াল বলে মাছ খাব না,
আঁশ ছোব না, কাশী যাবো॥ ধুয়া
তাই দেখে এক বুড়ো বাঁদর,
গলাতে সে জড়িয়ে চাদর
বাঁদর বেটা বলছে হেসে 
[ দর্শকদের দিকে চেয়ে  'কি বলছে?' ]
(বলছে) আমি পৈতে নেবো, বামুন হবো॥
তাই শুনে এক ধেড়ে ইঁদুর,
কপালে সে দিয়ে সিঁদুর,
ইঁদুর বিটি বলছে হেসে 
[ দর্শকদের দিকে চেয়ে  'কি বলছে?' ]
(বলছে) আমি বামুণ্ডী ক্লাবের বৌ হবো॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
     
  • গ্রন্থ: নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান সংখ্যা ২৯৮৩। পৃষ্ঠা: ৯১৩]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।